জীবনের ব্যর্থতাকে দূর করতে হলে মানসিক জড়তা ত্যাগ করুন । আর ঐ ত্যাগের জন্য একাগ্রতা দরকার ।
ফ্যানিহাস্ট একজন লেখক ছিলেন, তার লেখা প্রকাশক ছত্তিশবার ফেরত দিয়েছিলেন । তবু তিনি অপমানবােধ করেন নি । মান - অপমান জড়তা ত্যাগ করে বিরাট আত্মবিশ্বাস নিয়ে ফ্যানি হার্স্ট সাঁইত্রিশ বারের বেলায় প্রকাশকের অনুরাগজিন হলেন । প্রকাশক ফ্যানি হাস্টের মানসিক আগ্রহ দেখে বাধ্য হলেন তার লেখা ছাপতে । গ্রচুর বই বিক্রি হল তার । অনেক টাকা পেলেন তিনি । অতএব আপনিও লেগে থাকুন । একাগ্রতা নিয়ে এগিয়ে যান । একাগ্রতা হল মনের এক অবস্থা যাকে লালন - পালন করা যায় । আর এরজন্য চাই গভীর আত্মবিশ্বাস ।
পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগণ , যথা — টমাসআলভা এডিসন , শেল্পীয়র , প্রফুল্লচন্দ্র রায় , রামমােহন , বিদ্যাসাগর , জগদীশচন্দ্র প্রমুখদের জীবনী পর্যালােচনা করলে দেখা যাবে — এই সব মহান ব্যক্তিত্ব সফল হতে পেরেছিলেন শুধুমাত্র একটি কারণে তা হল একাগ্রতা ।
সাফল্যলাভের জন্য নিম্নলিখিত দোষগুলি ত্যাগ করুন
( ১ ) ধোর্যহীনতা — ধৈর্য না থাকলে কোন কাজে সফল হবেন না । সহসা অর্থ এল না । বলে ধৈর্য হারাবেন না ।
( ২ ) সঙ্গে সঙ্গে বড়লােক হওয়ার বাসনা — এই দোষটি অনেকের মধ্যে দেখা যায় । কোন কাজেই লেগে সঙ্গে সঙ্গে ধনবান হওয়া কোনদিন সম্ভব নয় ।
( ৩ ) একাগ্রতা ও আগ্রহের অভাব — কোন কাজে আগ্রহ বা একাগ্রতা না থাকলে কোনদিন সেকাজ সম্ভব হবে না । তাতে সাফল্যও আসবেনা ।
( ৪ ) অতিরিক্ত সেন্টিমেন্টাল হওয়া — যারা কারাে সামান্য কথায় ভেঙে পড়েন তারা জীবনে সাফল্য লাভ করতে পারেন না । সফলতার জন সহনশীল হতেই হয় ।
( ৫ ) বােধশক্তির অভাব বােধশক্তি যাদের মধ্যে নেই তারা সামান্য কারণে হতাশ হয়ে পড়েন । এটা সাফল্যলাভের পক্ষে বাধা স্বরূপ । প্রতি কাজে বা প্রতি পদক্ষেপে মানুষকে বুঝতে হয় — অনুভব করতে হয় — তার অসুবিধার বা সুবিধা কোথায় । কারখানার মালিক কোন কারণবশতঃ মাইনে তি একটু দেরী করেছে বলকি কারখানায় কাজ বন্ধ থাকবে — এরকমভাবা কোন কর্মচারীর উচিৎ নয় । মালিকের সুবিধা - অসুবিধা দেখা দরকার ।
( ৬ ) রগ চটা স্বভাব — যে ব্যক্তি সামান্য কথায় রেগে যায় — যার বােধশক্তি ও সহানুশীলতার অভাব তাকে রগচটা বলে।এইরকম রগচটা স্বভাবের লােকেরা জীবনে সফল হওয়া তাে দুরের কথা কোন ব্যক্তির কাছে সম্মান পান না । এমন কি আপন পরিবারেরও ভালাে হতে পারেন না । তাই কোন কারণে রগচটা স্বভাবের হবেন না ।
( ৭ ) আলস্য ও দীর্ঘসূত্রতা — আলস্য ও দীর্ঘসূত্রতা ( পরে হবে কিংবা কাল করব বলে যে কাজ ফেলে রাখে ) সাফল্যলাভের তা পরম শত্রু । এগুলি যাদের মধ্যে রয়েছে । তারা জীবনে কৃতকার্য লাভ করতে পারে না ।
( ৮ ) অহমিকা ও কার্কসভাব — মানবজীকনসাফল্য হােক বা না হােক — কোনমতেই অহংকারের বশীভূত হবেন না । অহংকার পতনের মূল কারণ । সেই সঙ্গে মধুরভাষী হােন । মধুরভাষীর জয় সর্বত্র । মধুরভাষী ও নিরহংকারীরা সহজেই মানুষের করুণালাভ করতে পারেন । কোন কাজে সাফল্যলাভ করতে তাদের কষ্ট হয় না ।
( ৯ ) এছাড়া মানসিক দূর্বলতা , শিক্ষার অভাব , অসুস্থতা সাফল্যলাভ থেকে মানুষকে চিরবঞ্চিত করে রাখে । এগুলি জীবন থেকে দূর করার জন্য আমি আপনাদের অনুরােধ করছি ।
0 Comments