কোন কিছু কাজ করার আগে নিজেকে বিশ্বাস করুন । নিজের ওপর বিশ্বাস রাখুন ভাবুন — আমি কাজটি অবশ্যই পারব ।
এই কাজে কৃতকার্য লাভ হবেই । বিদ্যুৎ যে ভাবে কলকারখানায় যন্ত্রকে চালনা করে তেমনি আত্মবিশ্বাস আপনাকে পৌঁছে দেবে শান্তি ও উন্নতির শীর্ষে । আর না হয় যন্ত্রণা , ব্যর্থতা বা মৃত্যুর গভীরে।
এসবই আপনি নিজেকে যেভাবে চালনা করবেন তার উপর নির্ভর করে । কোনদিন নিজেকে পরাজিত ভাববেন না । নিজেকে পরাজিত মনে হলে পরাজয় হবে নিশ্চিত । এটাই জানবেন ব্যর্থতার আশঙ্কাতেই ব্যর্থতা আসে । সাহসের সাথে - সততার সাথে কাজ করুন — এই সাহসের সাথে কাজ করাটাই বিশ্বাস গড়ে তােলার শ্রেষ্ঠ উপদান ।
আব্রাহাম লিঙ্কন খুব আত্মবিশ্বাসী ছিলেন । তিনি যে কাজে হাত দিতেন তাতেই ব্যর্থ হতেন অন্ততঃ চল্লিশ বছর পৌঁছানাের আগে পর্যন্ত , তথাপি আত্মবিশ্বাস তার নষ্ট হয়নি ।শেষ পর্যন্ত একচল্লিশ বছর থেকে তার জীবনে সাফল্যের জোয়ার বইতে থাকে । তিনি যদি প্রথম দিকে আত্মবিশ্বাস হারাতেন তাহলে এভাবে সাফল্য লাভ করতে পারতেন না ।
বিশ্বাসের এই শক্তি চমৎকার ভাবে প্রকাশ পেয়েছিল ভারতের মহান নেতা মহাত্মা গান্ধীর জীবনে । গান্ধীর বাড়িঘর , অর্থ পােশাক কিছুই ছিল না । কিন্তু তার ছিল গভীর আত্মবিশ্বাস আর মনের শক্তি।বিশ্বাসেরনীতি কাজে লাগিয়ে তিনশক্তি অর্জন করেছিলেন ।
0 Comments