সাফল্য অর্জনের দশটি নীতি আমরা এখানে আলোচনা করবো যেগুলি তোমাদের জীবনে সামান্য টুকু হলো প্রভাব পড়বে


  

 আমরা অনেক কিছু জানি এবং বুঝি  কিন্তু যখন যেকোনো মোটিভেশনাল ভিডিও দেখি বা এইধরণের পোস্ট পড়ি তখন আমাদের REALIZE হয়, যে আজ থেকে আমি POSITIVE মাইন্ডসেট তৈরি করবো।  তাই এই দশটি নীতি তোমাদের মনের উপর প্রভাব  পড়বে। 

 এই ১০ টি  নীতি হলো - 

( ১ ) যে কোন কাজে সর্বদা লেগে থাকুন । পরপর দু'বার ব্যর্থ হয়েছেন বলে পিছিয়ে পড়বেন না ! অধ্যবসায়ী হােন । অধ্যবসায় ছাড়া সাফল্য নেই । 

( 2 ) আত্মবিশ্বাসী হােন । কাজে একদিন সফল হবেই । 

( ৩ ) অনুশীলন চালিয়ে যান । অনুশীলন যত কঠিন হবে , ফল তত ভাল হবে । 

( ৪ ) বাধা বিপত্তিকে সাহসের সঙ্গে মােকাবিলা করুন । কখনাে হতাশ হবেন না । 

( ৫ ) কেউ আপনাকে লক্ষ্য থেকে বিচ্ছিন্ন হবে — এ কখনাে হতে দেবেন না ।

 ( ৬ ) মানসিক অবসাদ আসতে দেবেন না । 

( ৭ ) একটার পর একটা প্রচেষ্টা চালিয়ে যান । 

( ৮ ) জানবেন - সমস্ত সফল ব্যক্তি বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন ।

 ( 9 ) কাজের মাধ্যমে আনন্দ খুঁজে নিন । কাজকেই আনন্দ ভাবুন ।

 ( ১০ ) দৃঢ়চিত্ত হােন । সাফল্য অবশ্যই আসবে ।

এই ১০ টি নীতি যদি তোমরা সঠিক ভাবে এবং বিবেচনা করে  যদি ফলো করো তাহলে একদিন না একদিন তোমাদের সাফল্য নিশ্চিত।

Post a Comment

1 Comments

  1. khubei bhalo laglo post ta dekhe, ami khubei confidence upovog korlam

    ReplyDelete