জীবনে সাফল্যের কথা ভাবতে গিয়ে প্রথমে মানুষেরই কথা ভাবতে হয় । মানুষই মানুষকে সাফল্যলাভে সহায়তা করে । বিশেষ করে সফল মানুষদের জীবন পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করলে এবং তার সাফল্যের সমস্ত নীতিকে মেনে চললে সাফল্য অর্জন করতেই পারবেন ।
ব্যর্থ লােকেরা যে কাজে বিভিন্ন অজুহাত দেখান সফল ব্যক্তিরা তার কণামাত্র দেখান না । ব্যর্থ লােকের বিভিন্ন রকমের অজুহাতগুলি হল—
১ ) পড়াশােনা বেশি নেই । আমি কী আর টাকা রােজগার করব !
২ ) আমরা গরীব ও দুঃস্থ । ব্যবসা করতে টাকা পাবাে কোথায় ? ( দেখুন , আগ্রহ উদ্যম আর বিশ্বাস রাখার প্রবণতা থাকলে অনেকেই টাকা ধার দেবেন । আজকাল অনেকেই বিশ্বাসঘাতকতা করার ফলে মহাজনেরা খালি হাতে টাকা দিতে চাইছেন না । )
৩ ) আমার মামা - খুড়াে নেই । আমাদের কে দেবে চাকরী ।
৪ ) স্বাস্থ্য খারাপ । তাই কেউ আমাকে কাজে নেবে না ।
৫ ) আমার বয়স বেড়ে গেছে । আর বাইরে গিয়ে কী হবে ! কোন এজেন্সীর কাজ নিলে বক্তব্য রাখতেও পারবনা । তাছাড়া আমার কথায় কেউ গুরুত্ব দেবে না । আর ক’দিনই বা বাঁচব ?
৬ ) আমার জ্ঞানবুদ্ধি কম । আমি নীচু জাতির কোথাও গিয়ে পাত্ত পাবাে না ।
৭ ) আমি যদি দেখতে ভাল হতাম তাহলে মা কোম্পানীর একটা এজেন্সী নিতাম । আমার কুৎসিৎ চেহারা দেহে যেত সলিসি করতে চাইবে না ।
৮ ) আজকাল চাকরী পেতে হলে সিডিউল কাস্ট হতে হবে । মাহিষ্যদের ভাগ্যে চাকরী নেই । তারপর পার্টির সাপাের্ট চাই ।
৯ ) আমাদের দুঃখের কপাল । এ কপালে উন্নতি হবে না ।
এছাড়া আরাে বহুরকমেরঅজুহাত আছে — যেগুলােকে আঁকড়ে নিয়ে বহু মানুষ ব্যর্থতায় ভুগছে । তারা নিজেরাই নিজেদের মনের উদ্যম নষ্ট করছে ।
এভাবে যারা সর্বদা অজুহাত দেখিয়ে বসে থাকে — তারা কাপুরুষ । ভাগ্য বা কপাল কি কাজ করছে তা মনে করার আগে দ্বিতীয়বার ভেবে দেখার চেষ্টা করুন ।
দেখবেন — কোন ব্যক্তির সাফল্যের পেছনে কাজ করছে আগ্রহ , উদ্যম , অধ্যবসায় , পরিকল্পনা আর আকাঙক্ষা । কারাে যদি বড় হওয়ার আকাঙ্ক্ষা না থাকে তাহলে সে বড় হতে পারবে কেন ?
কেউ যদি গাছে উঠতে চেষ্টা না করে নীচে বসে বলে , আমি উঠতে পারবাে না — ফল , তুই আমার মুখে পড়ে যা — আমি খেয়ে ফেলি — আমি বড় অসহায় অক্ষম ও ক্ষুধার্ত । তাহলে কি সেই ফল তার মুখে এসে পড়বে ? ঐ ব্যক্তি ফলের কাছে যতই অজুহাত দেখাক না কেন— -সেই ফল কোনদিন নিজে নেমে আসবে না তার মুখে । গাছে উঠে কিংবা আঁকসির সাহায্যে তাকে পাড়তে হবে । সেইরকম চেষ্টা , উদ্যম ও শক্তির দ্বারা ভাগ্যকে নিয়ে আসতে হয় । যে শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে।
তাই সেই কথা আবার বলছি তোমার কাছে আছে এক অসীম ক্ষমতা যেটা অন্যের কাছে নেই উঠো জাগো এবং চেষ্টা করতে থাকো যতক্ষণ না তুমি সাফল্য পাচ্ছো।
0 Comments