জীবনে কিছু পেতে গেলে কিছু হারাতে হয় যেমন তুমি একজন IAS OFFICER হতে গেলে তোমাকে দিন রাত পরিশ্রম করতে হবে





 জীবনে কিছু পেতে গেলে কিছু হারাতে হয় যেমন তুমি একজন IAS  OFFICER  হতে গেলে  তোমাকে দিন রাত পরিশ্রম করতে হবে , কত আত্মীয় তোমার কাছ থেকে দূরে সরে যাবে,  কত লোক নিন্দা করবে ছেলেটার বয়স হয়েছে তবু ঘরের ভেতরে কি যে করে , পড়াশুনা না অন্য কিছু করে।

  আবার  কোনো চাকরি পেয়ে গেলেই সেই আত্মীয় স্বজন তোমার কাছে আসবে এবং লোকে বলবে 'আমি জানতাম তুই চাকরি পাবিই '   তাই লোকে কি বলছে কি ভাবছে তাতে কান না দিয়ে তোমার কাজ চালিয়ে যাও।  

এটা  জীবনের মূল মন্ত্র যে তোমার নিজের  SELF CONFIDENCE আছে কোনো কাজের উপর তুমি সাফল্যে  হবেই তবে চাই প্রবল জেদ  ও চেষ্টা। 

SLOPY  এবং LOOSE  CONFIDENCE এর জন্য আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের পরিবর্তন ইউরোপিয়ান,মার্কিন দেশের চেয়ে অনেকটা কম।  তারা উন্নত কেন তারা স্টাডি করে কম কিন্তু PRACTICAL ব্যবহারের উপর বেশি বিশ্বাসী। এবং প্রাকটিক্যাল ব্যবহার  করলেই সেই কাজটার উপর CONFIDENCE বেড়ে যাই। 

তাই পরীক্ষা দেয়ার আগে বাড়িতে MOCK  TEST  দাও  , যাতে তোমার CONFIDENCE থাকে পরীক্ষায়  QUESTION  টা  আসলে আমি করবোই। 

কনফিডেন্স বাড়াবার জন্য চাই একটা কাজ কে বিভিন্ন ধরণে মনে রাখা এবং তার প্রয়োগ টা  নিজের মনের ভেতরে ঢোকানো। 

Post a Comment

0 Comments