বিভিন্ন সার্ভে থেকে জানা গেছে প্রায় ৭২% ছাত্রছাত্রীদের মধ্যে ঘটে এবং আমিও উপলব্ধি করেছি সেগুলো হলো
ভেবেছিলাম ভোরে ৫ তাই উঠে পড়াশুনা করবো , সেইজন্য রাতে মোবাইল তে এলার্মও দিয়েছিলাম কিন্তু অ্যালার্ম বাজার পর SNOOZE বোতাম PRESS করে আবার ঘুমিয়ে পড়লাম।
ভেবেছিলাম ভোরে ৫ তাই উঠে পড়াশুনা করবো , সেইজন্য রাতে মোবাইল তে এলার্মও দিয়েছিলাম কিন্তু অ্যালার্ম বাজার পর SNOOZE বোতাম PRESS করে আবার ঘুমিয়ে পড়লাম।
তারপর ভেবেছিলাম ঠিকআছে সকালে উঠে পড়তে পারিনি তো কি হয়েছে , আজকে সারাদিন ৮ থেকে ১০ ঘন্টা পড়বো কিন্তু পড়তে বসে একবার FACEBOOK কিছুক্ষন WHATSAPP তারপর বন্ধুর CALL বাকিটা মোবাইল তে গেম খেলেই চলে গেলো , সবশেষে সন্ধেবেলা নিজেকে PROMISE করলাম আজ সারারাত জেগে পড়বো কিন্তু রাতে পড়তে বসে কখন যে চোখ লেগে গেলো বুজতেই পারলাম না।
আর বৎসরের প্রথম থেকে দিন বদলালো মাস বদলালো আস্তে আস্তে পরীক্ষার সময় চলে এলো কিন্তু আমার পড়ার সময় টেনেটুনে সারাদিনে ওই ২ ঘন্টার বেশি আর বাড়াতে পারলাম না। গুগল তে সার্চ করলাম How to Concentrate on Studies ? হাজারো website সামনে খুলে গেলো কয়েকটা ওয়েবসাইট তে গিয়ে point গুলো পড়লামও কিন্তু কোনো লাভ হলো না। Youtube তে সার্চ করলাম How to focus on studies / How to study for long hours সামনে প্রচুর ভিডিও চলে এলো দেখতে লাগলাম একটার পর একটা ভিডিও কিন্তু Ultimatly সেই একীই পরিস্থিতি এ গেলো সেই মোবাইল তে distruction সেই প্রতিজ্ঞা করা এবং গেম খেলা এবং সেই পড়তে বসলেই ঘুমের প্রতি attraction চেষ্টার পর চেষ্টা করে না পারলাম মনোযোগ বাড়াতে , না পারলাম পড়ার সময় বাড়াতে। আর এখন পরীক্ষার সময় tention তে আরোই মন বসছে না।
দেখো বন্ধুরা পড়াশুনায় মনোযোগ বাড়ানোর জন্য কিভাবে বেশিক্ষন একটানা পড়া যাই ,কিবাবে সকালে উঠে পড়া যাই অথবা কিভাবে রাত জেগে সিলেবাস complete কোরা যায়
এর ১ টাই solution আছে তা হলো প্রত্যেকটা জিনিসের উপর গভীর মনোযোগ এবং প্রতিজ্ঞা পূরণ করবো তো করবোই যা হবে। যখন পড়তে ইচ্ছে করছে না তখন পরিবারের কথা মনে করো কত করে বাবা মা তোমাকে পোড়াচ্ছে । তুমি পড়তে পাবে তার জন্য টারা কতযে sacrify দিচ্ছে প্রত্যেক দিন তা কল্পনার বাহির কারণ তোমাকে সেটা জানতে দিবে না, তবু তুমি পড়ো ।
0 Comments