কখন সরকারি পরীক্ষা হবে state government এবং central government এখনও কোনো পরীক্ষার নোটিশ দেয় নি , প্রায় ৮ মাস ধরে lockdown থাকায় আমার মানসিকতা কাজ করছে না।
আমি চাষীর ছেলে ,বাবা প্রত্যেকদিন মাঠে যাই , কখনো আলু, বিলাতি,পটল , মরিচ, কফি, ধান প্রভিতি আমরা চাষ করি। বাবার কষ্ট দেখে আমার অনেকটা দুঃখ লাগে কিন্তু প্রকাশ করতে পারি না , বাবা কে দেখি প্রত্যেক দিন যখন দুপুর ১২ টা বাজে তখন কাঁধে গাম্ছা এবং গরমে সারা শরীরটা ভিজে গেছে , মনে হয় সদ্দ স্নান করে এসেছে , বাবা কে টাকা খুঁজি তখন বাবা সহজেই টাকা বার করে দিয়ে দেয় কিন্তু টাকা নেওয়ার সময় আমার মনের মধ্যে একটা যেন দুঃখের ভাব দেখা যাই এবং ভাবি আর কতদিন টাকা নেবো, আজ প্রায় ২৫ বৎসর হয়ে গেলো আমার, এবার তো বাবা মা কে সামলানো যত্নসহকরে রাখার আমার কাজ। এখন কিছু না কিছু করতে হবে , বাবার বয়স হয়েছে সে এখন বেশি কাজ করতে পারে না। কিন্তু কি করবো বুজতে পারছি না। মনে হয় আমাকে সেই চাষ বাসেই করতে হবে। কোনো সরকারি চাকরি বার হচ্ছে না এবং যেগুলো বার হচ্ছে সেটার যোগ্য নাই আমি। অনেকসময় নিজের মনকে শান্তি দিই এবং ভাবি আমি তো পড়তে পেরেছি , কত কত ছেলেমেয়ে আছে যাদের বাবা মা নেই , এদিক ওদিক - ভিক্ষা করে খাই, যারা একবারের খাবারের জন্য সারাটাদিন কাজ করে, তাদের অবস্থা কি হবে এই lockdown তে,খাবারের জন্য প্রত্যেকদিন অনেক অনেক লোকজন মারা যাচ্ছে।
তুমি সেই সব ছেলেমেয়েদের থেকে অনেকসুবিধা পেয়েছো , শুধু মনকে control করো you can ahieve your goal আমি বিশ্বাস করি তোমার মধ্যে সেই hard workng বর্তমান।
তাই নিজের উপর বিশ্বাস রাখো , তুমি সফল হবেই।
যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো , সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না , পথ তুমি খুঁজে পাবেই
0 Comments