স্বামী বিবেকানন্দ এর কয়েকটা বাণী/উক্তি সম্পর্কে আলোচনা করবো।যেগুলি পড়ে তোমরা নিজের উপর আত্মবিশ্বাস বাড়াতে পারবে ।




আত্মবিস্বাস বাড়ানোর জন্য আমাদের দেশে অনেক কবি/মনীষী  ছিলেন  যারা নিজের জীবনে মানুষ এবং ছাত্রছাত্রী দের আত্মবিস্বাস বাড়ানর জন্য অনেক কিছু বাণী/উক্তি দিয়ে  গেছেন উদাহরণ হিসাবে বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর , স্বামী বিবেকানন্দ , কবির সুমন , সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
                এখানে এই মনীষীদের উক্তি এর বিশ্লেষণ করবো যাতে তোমাদের আত্মবিশ্বাস বাড়বে। 



আজ আমরা স্বামী বিবেকানন্দ এর কয়েকটা বাণী/উক্তি সম্পর্কে আলোচনা করবো।যেগুলি পড়ে  তোমরা নিজের উপর আত্মবিশ্বাস বাড়াতে পারবে ।

                            ১.“যখন আপনি ব্যস্ত থাকেন তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয়না”
                                              যখন তোমরা  কোনো বিষয়ের উপর গভীর মনোযোগের সঙ্গে পড়াশুনা করো তখন বুঝবার ক্ষমতা টা  বাড়তে থাকে এবং সেই বিষয় টা  সহজে বুজতে পারবে। অর্থাৎ যত গভীর মনোযোগ এবং PRACTICE যত বেশি করো  সেই জিনিস বা বিষয়  টাকে সহজে  বুজতে পারো । 
এবং যত বেশি অলস, খুড়েমি করো তোতো  বুঝবার ক্ষমতা টা  কমতে থাকে।   

                             ২.“কখনো না বলোনা, কখনো বলোনা আমি করতে পারবোনা | তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে, তুমি সব কিছুই করতে পারো”

                          ঘরের কেউ যখন আমাদের বলে যা ওই কাজ টা  করে আসবি , তখন আমরা সহজে বলে দিই আমি কাজটা করতে পারবো না, ইংরেজিতে তে একটা কথা আছে  "EVERYTHING IS POSSIBLE NOTHING IS IMPOSSSIBLE". তোমার মধ্যে প্রত্যেক গুন্ আছে যেটা ওপর কোনো বেক্তি করতে পারে , তুমি পারবে,চেষ্টা করো সফলতার দরজা তোমার জন্য খুলে আছে। 
           
                               ৩.“কখনও বড় পরিকল্পনার হিসাব করবেন না, ধীরে ধীরে আগে শুরু করুন, আপনার ভূমি নির্মাণ করুন তারপর ধীরে ধীরে এটিকে  প্রসার করুন” 
                               
                             একেবারে লাফাতে যাবে না প্রথমে অল্প অল্প করে পড়ো  তার পরে ধীরে অভ্যাস টা  বাড়াতে শুরু করো , তার জন্য প্রথমে NCERT এর বই পড়তে হয় BASIC টা  STRONG করার জন্য, তার পরে STANDARD BOOK পড়তে হয়, যেকোনো এর চাকরির পরীক্ষার জন্য। 

                                 ৪.“ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না, যতক্ষণ না তুমি সফল হচ্ছ”
                                  
যতক্ষন না তুমি সফলতা অর্জন করছো ততক্ষন পর্য্ন্ত  হাল ছাড়বে না, দিনরাত ব্যস্ত  হয়ে যা শুধু ভাবতে থাকো কি করে আমি এই  EXAM  টা  QUALIFY করতে পারবো। 

                               ৫.“সমাজ অপরাধীদের কারণে খারাপ হয়না বরং ভালো মানুষদের নীরবতার কারণে হয়”
সবথেকে বোরো অপরাধী হচ্ছে চুপ থাকা, অনেকসময় দেখি ২ জনের মধ্যে ঝগড়া হলে অনেকজন  চুপ করে থাকে  , ঝগড়া করছে তারা ওতো  অপরাধী নোই যতটা চুপ থাকা বেক্তি টা  অপরাধী। ভালো মানুষের নীরবতা হচ্ছে সব থেকে বেশি অপরাধী।


CLICK HERE IN YOUTUBE                                  

Post a Comment

0 Comments