বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর কয়েকটা বাণী/উক্তি সম্পর্কে আলোচনা করবো।যেগুলি পড়ে তোমরা নিজের উপর আত্মবিশ্বাস বাড়াতে পারবে ।



আত্মবিস্বাস বাড়ানোর জন্য আমাদের দেশে অনেক কবি/মনীষী  ছিলেন  যারা নিজের জীবনে মানুষ এবং ছাত্রছাত্রী দের আত্মবিস্বাস বাড়ানর জন্য অনেক কিছু বাণী/উক্তি দিয়ে  গেছেন উদাহরণ হিসাবে বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর , স্বামী বিবেকানন্দ , কবির সুমন , সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
                এখানে এই মনীষীদের উক্তি এর বিশ্লেষণ করবো যাতে তোমাদের আত্মবিশ্বাস বাড়বে। 



আজ আমরা প্রথমে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর কয়েকটা বাণী/উক্তি সম্পর্কে আলোচনা করবো।যেগুলি পড়ে  তোমরা নিজের উপর আত্মবিশ্বাস বাড়াতে পারবে ।

রবীন্দ্রনাথ ঠাকুর

                           ১. "কেবলমাত্রই  সামনে দাঁড়িয়ে ,অথবা জলের দিকে তাকিয়ে থাকলে,সমুদ্র পেরোনো সম্ভব না"।  

স্কুল তে প্রথম বেঞ্চিতে বসে এবং শুধু বই কে তাকিয়ে রাখলে  তুমি জ্ঞানী নোই ,  জ্ঞানী লাস্ট  বেঞ্চ এর ছাত্রছাত্রী রাও  হতে পারে , তার জন্য চাই কঠোর পরিশ্রম এবং গভীর মনোযোগ। 


                         ২. " যদি তোর ডাক শুনে কেউ না আসে , তবে একলা চলো রে "

এর মানে কবি বলতে চাইছেন এই পৃথিবী তে COMPETITION আছে  প্রত্যেক জিনিসের উপর , যদি তুমি নিজে গভীর পরিশ্রম না করো তাহলে তুমি অনেক পিছনে চলে যাবে  তার জন্য চাই HARD WORKING এবং নিজের উপর বিশ্বাস  , তুমি যদি নিজেকে সাহায্য না করো তাহলে দেখবে এই পৃথিবী তে কেউ তোমাকে সাহায্য করবে না। তাই প্রথমে নিজেকে সাহায্য করতে হবে। 

                              ৩. " ক্ষমাই যদি করতে না পারো  তবে তাকে ভালোবাসো কেন "

 বিশ্ব কবি রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন আমরা সবাই মা -বাবা, দিদি -দাদা এবং বন্ধু -বান্ধব  কে অনেক ভালোবাসি।  কিন্তু কিছু বেক্তি আছে যারা একসময় সেই নিজের লোক কে খারাব চোখে  দেখে এবং একটু ভুলের জন্য দোষারুপ করে এবং সেই ভুল কে ক্ষমা করতে চাই না  তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছেন ক্ষমা যদি না করতে পারো তাহলে ভালোবেসেছিলে  কেনে। 


                                     ৪.“নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়” 

কাউকে যদি তুমি নিন্দা করো তা যেন হয় খুব অল্পসময়ের জন্য এবং সেই নিন্দা যেন দীর্ঘকাল  ব্যাপী না হয় এবং সেই নিন্দা যেন তুমি বাইরের থেকে করবে এবং যদি সে সত্যিকারের নিন্দুক বেক্তি হয় তাহলে প্রমান অথবা বিচার  করার জন্য তোমাকে নিজের মনের ভিতরে প্রবেশ  করতে হবে। 

                                     ৫.“সময়ের সমুদ্রে আছি কিন্তু এক মুহুর্তে সময় নেই”

সারাদিন আমরা কিছু না  করলেও যখন কোনো বেক্তি জিজ্ঞাসা করলে , আমরা তাকে  বলে দিই  আমি আজ অনেক BUSY  আছি , সময় চলে যাই নদীর স্রোতের প্রায় , এই সময় কে আমরা দাড়াতে  পারবো না কিন্তু আমরা চাইলে এই সময়ের মধ্যে অনেক কিছু করতে পারবো। 




















Post a Comment

0 Comments