আমার এক বন্ধু আমাকে আজ ফোন করে বলছে ভাই আমি ডিপ্রেশন তে চলে এসেছি এমন অবস্তায় আমি কি করবো বুজতে পারছি না ?


আমার এক বন্ধু আমাকে আজ ফোন করে বলছে ভাই আমি ডিপ্রেশন তে চলে এসেছি এমন অবস্তায় আমি কি করবো বুজতে পারছি না , তার কথা অনুযায়ী ---

প্রথমে বলছে   যে আমি  ২ বার  WBCS  পরীক্ষায় পাস  করেছি এবং MAINS ও  INTERVIE দিয়েছি  সেটা তুই  জানিস কিন্তু  দুর্ভাগ্য বসত আমি   উত্তীর্ণ  হতে  পারি না।   আমার  জীবনে  ইচ্ছে  ছিল একজন  IAS  OFFICER  অথবা একজন WBCS  OFFICER   হবার তার জন্য  অনেক পরিস্রম করতাম দিনে ১৪ থেকে ১৬ ঘন্টা  পড়তামও কিন্তু এই কবিড -১৯ এরফলে দিনের পর দিন LOCKDOWN হওয়ার ফলে  যেন  আমার  নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে  ফেলেছি , বুজতে পারছি না যে কবে আবার ঠিক হবে।  কবে স্কুল -কলেজ  খুলবে, কবে আবার WBCS  এবং UPSC  পরীক্ষা হবে।আমার পারিবারিক অবস্থা একদিকে এমনি খারাপ ওপর দিক থেকে আবার এই মানসিক চাপ  অনেকেই  বলছে যে এখন বেশি সময়  পাচ্ছিস সারাটা দিন পড়তে থাক   কিন্তু বেশি সময় থাকা সত্ত্বেও আমি কম পড়ছি  জানি না কি হয়ে গেছে আমার বুজতেই পারছি না , সারাটাদিন বই খুলে বসে থাকি কিন্তু কি পড়ছি বুজতেই পারছি না , তুই  জানিস আমি আমার পরিবারের বোরো ছেলে  , বাবার বয়স হয়েছে সে বেশি কাজ করতে পারে না এবং এখন বেশি কাজও নেই  , আমাদের বেশি জমিও না যে চাষ করে দিন কাটাবো , যা কিছু আছে তাতে আমাদের ৫ থেকে ৬ মাস চলে। এবার মনে হচ্ছে আমি আমার প্রিপারেশন চালিয়ে যেতে পারবো না। আমাকে কিছু না কিছু করতেই হবে কিন্তু কি করবো?



আমি তাকে আত্মবিশ্বাস জোগাতে শুরু করলাম বললাম ভাই তোর অবস্থা তো ভালো আছে সেই সব বেক্তি,  শিশু যারা ট্রেনতে ভিক্কা করে খেত যারা একবার খাবার এর জন্য কত জনের কাছে ভিক্ষা নিতে হতো।  কিন্তু তাদের অবস্থা তো তখন খারাবেই  ছিল কিন্ত এখন যে জনশুন্য ট্রেন স্টেশন , ট্রেন তো  চলেই না, এখন কি হয়েছে তাদের অবস্থা কল্পনাও করতে পারবি না, খাবারের জন্য কত শিশু মারা যাচ্ছে , সরকার তো শুধু রেপার্ট তে মৃত্যুর ৪ ভাগের ১ ভাগ দেখায় ।  তুই যখন প্রিপারেশন শুরু করেছিলিস তোর বাবা কে একটা বই , একটা কলম কিনবার জন্য তার আয়ের ৫০% টাকা দিতে হয়েছিলো  (এটা  তুই  বলেছিলিস ), নিজের উপর আত্মবিশ্বাস কর এবং ভালো করে পর  আজ না কাল পরীক্ষা হবেই তখন দেখবি তুই উত্তীর্ণ হয়েগেছিস ।
ঠিক আছে খারাব লাগলেই আমাকে ফোন করিস এবং কিছু প্রয়োজনে নির্দ্বিধায় আমাকে খুঁজিস আমি যত টা  সম্ভব পারব সাহায্য করবো কারণ তুই  আমার প্রিয় বন্ধু। শেষে বললাম তোর  ব্যাঙ্ক একাউন্ট টা  সেন্ড করেদিস। এই বলে ফোন টা  রাখলাম।


বন্ধুরা তোমাদের  অনেকেরও   এমন অবস্থা  হতে পারে তার জন্য নিজের হাল ছাড়বে না , নিজের উপর আত্মবিশ্বাস রাখবে দেখবে একদিন না একদিন তোমরা নিজের পরিবারকে একটি সঠিক দিকে নিয়ে যেতে পারবে।   একটা কথা তোমরা সারা জীবনে মনে রাখবে সেটা হলো ---

                             "If you don't Help to Help yourself nobody in the world can Help  
                                                   to Help yourself"

(তুমি যদি  নিজেকে সাহায্য না করো তাহলে এই পৃথিবী তে কেউ তোমাকে সাহায্য করবে না )
তার জন্য নিজেকে সাহায্য করতে শেখো। 




                                                Click here in youtube STUDY CIRCLE





Post a Comment

0 Comments