সাফল্যলাভের জন্য আগে থেকে পরিকল্পনা নিন
পরিকল্পনা না থাকলে জীবন এলােমেলো হয়ে যায় । সবই জটপাকানাে হয়ে যায় । আপনি চাকরী পেয়েছেন । তারপর বিবাহ করলেন । বাড়ীঘর না থাকার মতাে । এখন বাড়ি করা আবশ্যক । মাসে ৮ হাজার টাকা মাইনে পান । প্রথম পাঁচবছরের মধ্যে কি করতে চান ? পরিকল্পনা রাখুন : —প্রথমতঃ
১ ) মাসে কতটাকা খরচ করবেন ?
২ ) কত টাকা ব্যাঙ্কে জমাবেন ?
৩ ) কি কি দায়িত্ব আছে — তা পালন করবেন । তাতে কত ব্যয় হবে ?
৪ ) পাঁচবছরের মধ্যে বাড়ি করবেন কিনা ?
৫ ) ভগ্নী যদি থাকে তার বিয়েতে কত খরচ করবেন ?
৬ ) সন্তান যদি হয়ে থাকে তার জন্য কত ব্যয় করবেন ?
দ্বিতীয়তঃ ছােটবেলা থেকে আমাদের আশা আকাঙ্ক্ষা থাকে । আমরা সকলেই স্বপ্ন দেখি কী হতে চাই । কিন্তু ক’জন সেই আকাঙক্ষাপূরণ করতে পারি ? খুবই মুষ্টিমেয় । ক্রমে দিনের পর দিন ব্যর্থতা এসে গ্রাস করে । আমরা দূর্বল হয়ে পড়ি । মেরে ফেলি আকাঙ্ক্ষাকে । কিন্তু এভাবে আকাঙ্ক্ষাকে হত্যা করা ঠিক নয় । তাই-
১ ) নিজেকে দূর্বল বা হীন কোনােদিন ভাববেন না । নাইবা শিক্ষাগত বিরাট যােগ্যতা রইল তাতে কী হয়েছে ? টাকা রােজগার করার বা সফল হওয়ার জন্য বহুদিক খােলা রয়েছে ।
২ ) আত্মতৃপ্তি বা আত্মসন্তুষ্টিতে ভুগলে জীবনে সাফল্য আসবে না । আমার যা আছে যথেষ্ট — এর চেয়ে বেশি আর কী হবে — এসব পৌরাণিক কথা । এতে হয়ত কোনরকমে বেঁচে থাকতে পারবেন কিন্তু স্বচ্ছলতা দেখতে পাবেন । । অর্থনৈতিক অশান্তিতে ভুগতেই হবে ।
৩ ) আজকাল কম্পিটিশনের যুগ । তাতে চাকরী পাওয়া দুষ্কর । বলুনতাে তাহলে কি কেউ চাকরী পাচ্ছে না ? আবার চাকরী নাইবা পেলেন ব্যবসা বাণিজ্য — দোকান দানি করেও জীবনে বড় হওয়া যায় । চাকরী করে কে কোটিপতি হয়েছে দেখান তাে ? বরং শিল্প কারখানা করে ব্যবসা - বাণিজ্য করে অনেকেই লাখপতি - কোটিপতি হয়েছেন । জীবনে সাফল্যের মাউন্ট এভারেস্টে উঠেছেন ।
৪ ) বাবা - মা অনেক সন্তানকে নির্দেশ দেন— বেশি কিছু বাড়াবাড়ি করে লাভ নেই । যা রােজগার হচ্ছে তাতেই যথেষ্ট । বেশি লােভ করতে গেলে ঠকতে হবে । এসব কথা কি যুক্ত গ্রাহ্য ? এভাবে সীমিত রােজগারে আবদ্ধ থেকে কোন রকমে দিন গুজরাণ করলে কেউ কোনদিন সফল হতে পরেনা ।
৫ ) কেউ ভাবেন — বয়স হয়ে গেলাে । আরাে আগে থেকেই এ কাজটা করা উচিৎ ছিল । দেখুন কাজের কোন বয়স নেই । আর সাফলও যেন বয়সের ধার ধারে না । কোন ব্যক্তি চল্লিশ বছরের আগে সাফল্য দেখাতে পেরেছে বলুন তাে ? খুবই কম । সৌরভ , শচীন , দ্রাবিড় প্রভৃতি খেলােয়াড় কিংবা শতাব্দী , প্রসেনজিৎ চিরঞ্জীৎ , রচনা , মিনাক্ষী প্রমুখ চলচ্চিত্রশিল্পী ছাড়া আর কে হতে পেরেছে ? তবে সংগীত শিল্পীরাও হতে পারেন । ওদের কথা বাদ দিন । ওদের সঙ্গে সাধারণ মানুষদের সাফল্যের তুলনা করা বাতুলতামাত্র ! বহু মানুষকেই চল্লিশের পর সাফল্য লাভ করতে দেখেছি ।
অনেকেই আবার বলে ক'দিন বাঁচব কী হবে বাইরে গিয়ে । ছেলেমেয়েদের দেখবে কে ? তাই বাড়িতে থেকে যা রােজগার হল তাই ভাল । কেউ বলেন -
বাণিজ্য বসতি লক্ষ্মী সর্বসুখ চাবে ,
চাকুরে কুকুর সম ঘুরে দেশে দেশে ।
এসব কথা এযুগে কোনদিন ভাববেন না । এসব মান্ধাতারআমলের কথা । আজকের ব্যস্ততার ও উন্নতশীল জীবনচর্যার যুগের কথা নয় । যুগের পরিবর্তন হয়েছে । আর এই পরিবর্তনের সঙ্গে নিজেদেরকেও পরিবর্তন করতে হবে । যুগের সঙ্গে তাল মিলাতে হবে — রং বদলাতে হবে — জীবনধারা পালটাতে হবে । তা না হলে এযুগে টিকে থাকা খুবই কষ্টকর ।
0 Comments