আত্মবিস্বাস বাড়ানোর জন্য আমাদের দেশে অনেক কবি/মনীষী ছিলেন যারা নিজের জীবনে মানুষ এবং ছাত্রছাত্রী দের আত্মবিস্বাস বাড়ানর জন্য অনেক কিছু বাণী/উক্তি দিয়ে গেছেন উদাহরণ হিসাবে বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর , স্বামী বিবেকানন্দ , কবির সুমন , সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর । এখানে এই মনীষীদের উক্তি এর বিশ্লেষণ করবো যাতে তোমাদের আত্মবিশ্বাস বাড়বে। আজ আমরা প্রথমে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর কয়েকটা বাণী/উক্তি সম্পর্কে আলোচনা করবো।যেগুলি পড়ে তোমরা নিজের উপর আত্মবিশ্বাস বাড়াতে পারবে । রবীন্দ্রনাথ ঠাকুর …
আমার এক বন্ধু আমাকে আজ ফোন করে বলছে ভাই আমি ডিপ্রেশন তে চলে এসেছি এমন অবস্তায় আমি কি করবো বুজতে পারছি না , তার কথা অনুযায়ী --- প্রথমে বলছে যে আমি ২ বার WBCS পরীক্ষায় পাস করেছি এবং MAINS ও INTERVIE দিয়েছি সেটা তুই জানিস কিন্তু দুর্ভাগ্য বসত আমি উত্তীর্ণ হতে পারি না। আমার জীবনে ইচ্ছে ছিল একজন IAS OFFICER অথবা একজন WBCS OFFICER হবার তার জন্য অনেক পরিস্রম করতাম দিনে ১৪ থেকে ১৬ ঘন্টা পড়তামও কিন্তু এই কবিড -১৯ এরফলে দিনের পর দিন LOCKDOWN হওয়ার ফলে যেন আমার নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি , বুজতে পারছি না যে কবে …
Social Plugin